ছাত্রদের না উস্কে আগে কলেজে ভোট করাক তৃণমূল: দিলীপ

0
2
ফাইল চিত্র

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন,” ছাত্রদের আন্দোলনে নামতে বলছেন মুখ্যমন্ত্রী। দেশের আইনের বিরুদ্ধে রাস্তায় ধর্ণায় বসাচ্ছেন। জামিয়া থেকে জে এন ইউ ছাত্রদের সমর্থন করছেন। ছাত্রআন্দোলনে স্বাধীনতার কথা বলছেন। অথচ এই রাজ্যেই কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে দেন না। ছেলেমেয়েদের ভোট বন্ধ করে রেখেছেন। উনি চান না কলেজের মধ্যে ছাত্রছাত্রীদের অধিকার থাক। উনি চান নিজের রাজনীতির ঘুঁটি করে ছেলেদের রাস্তায় গোলমাল করতে পাঠাতে।” অভিভাবকদের উদ্দেশে দিলীপবাবু বলেন,” ভাবুন আপনার ছেলেমেয়েকে দিয়ে কী করানো হচ্ছে। তার নিজের কলেজে ছাত্রভোট বন্ধ। তাদের নিয়ে যাওয়া হচ্ছে ভুল বুঝিয়ে রাস্তায় দেশবিরোধী কথা বলতে। এতে শুধু রাজনীতির কারবারিদের লাভ। ছাত্রদের নয়।” দিলীপ বলেন,” তৃণমূল ছাত্রদের রাস্তায় ঠেলে না দিয়ে আগে কলেজে ছাত্র সংসদ নির্বাচন ফেরাক।”

আরও পড়ুন-কাগজ দেব না, এই শ্লোগান দিতে বারণ করলেন মমতা