দেবের বিয়ের কার্ড!

0
2

রুক্মিণীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন অভিনেতা দেব। নিজের বিয়ের কার্ড ট্যুইট করে সে খবর নিজেই সামনে এনেছেন সাংসদ-অভিনেতা। তবে এটা দুজনের কার্ড না অন্য কোনও পাবলিসিটি স্টান্ট তারজন্য অবশ্য অপেক্ষা করতে হবে।

একেবারে ঝলমলে লাল কার্ড। সোনালি রঙে লেখা শুভ বিবাহ। আছে স্বস্তিক চিহ্ন। সোনালি অক্ষরে লেখা শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ। একেবারে সাবেকি কার্ড। কার্ড প্রকাশ্যে এনে দেবের সরস মন্তব্য, কেউ সামনে আনার আগেই নিজেই দিলাম। টলি পাড়ার এক নম্বর নায়কের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু।

টলি পাড়া দেব- রুক্মিণীর সম্পর্ক জানে। সকলেই অপেক্ষায় ছিলেন, কবে সেই শুভ মুহূর্ত আসবে। ইতিমধ্যে সম্ভাব্য দম্পতি জুটি একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ ছবিতে। সাবলীল দুজনেই।

একটি মহল বলছে, আসলে দেবের নতুন ছবি আসছে। যে ছবিতে বৃদ্ধ-বৃদ্ধার বিয়ের দৃশ্য রয়েছে। তারই কার্ড হওয়ার সম্ভাবনা প্রবল। কার্ডের ছবি ট্যুইট করে দেব আসলে ছবির প্রচার সেরে ফেলতে চাইছেন। সাসপেন্স বাড়িয়ে দেবের পরবর্তী ট্যুইটের অপেক্ষা।