লাহোর হাইকোর্টে মৃত্যুদণ্ড বাতিল, স্বস্তিতে মুশারফ

0
3

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে যে বিশেষ আদালত ‘মৃত্যুদণ্ড’ দিয়েছিল, তার বৈধতা নিয়েই এ বার প্রশ্ন তুলল লাহোর হাইকোর্ট। সোমবার এক রায়ে হাইকোর্ট জানিয়েছে , যে প্রক্রিয়ায় এই বিশেষ আদালত গঠন হয়েছে, তা অসাংবিধানিক।

দেশদ্রোহিতার মামলায় পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক জেনারেল পারভেজ মুশারফের বিরুদ্ধে ছয় বছর ধরে শুনানির পর, গত ১৭ ডিসেম্বর, ইসলামাবাদের এক বিশেষ আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেয়। ২০১৩ সালে নওয়াজ শরিফ সরকার মুশারফের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল। সোমবার লাহোর হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ বিচারপতি সৈয়দ মঝহার আলি আকবর নকভি, বিচারপতি মহম্মদ আমির ভাট্টি ও বিচারপতি চৌধুরি মাসুদ জাহাঙ্গীর সর্বসম্মতি ক্রমে বিশেষ আদালত গঠনকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেন ।

আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েগ, মুশারফের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলাটি আইন মেনে করা হয়নি। বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে দুবাইয়ে রয়েছেন এককালের দাপুটে পাক সেনাপ্রধান ও কারগিল যুদ্ধের অন্যতম চক্রী মুশারফ। আদালত মৃত্যুদণ্ড বাতিল করায় স্বস্তিতে মুশারফ।