আর্মি ডে প্যারেডেও এবার নেতৃত্বে মহিলা ক্যাপ্টেন

0
8

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ক্যাপ্টেন ভাবনা কস্তুরীর পরে, এবার আর্মি ডে প্যারেডেও পুরুষ সর্বস্ব দলকে নেতৃত্ব দেবেন এক মহিলা ক্যাপ্টেন তানিয়া শেরগিল। ইতিহাস গড়ার পথে ভারতীয় সেনাবাহিনীর কর্পস অব সিগন্যালস-এর এই মহিলা। ১৫ জানুয়ারি আর্মি ডে প্যারেডে প্রথম মহিলা হিসেবে পুরুষ সর্বস্ব দলকে নেতৃত্ব দেবেন তানিয়া।

২০১৭-র মার্চে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে কর্পস অব সিগন্যালস-এর ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হন তানিয়া শেরগিল। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস-এ স্নাতক তানিয়ার তিন প্রজন্ম সেনা বাহিনীতে কাজ করেছেন। তাঁর বাবা গোলাবাহিনীর সদস্য ছিলেন। দাদু সাঁজোয়া বাহিনীর সদস্য আর দাদুর বাবা শিখ রেজিমেন্টের পদাতিক বাহিনীর জওয়ান ছিলেন।

আর্মি ডে প্যারেডে এখনও কোনও মহিলা অফিসার নেতৃত্ব দেননি। সেই প্রথা ভাঙতে চলেছেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল।

আরও পড়ুন-ঘড়ির কাঁটা ১২টায়, শিক্ষকরা কোথায়?