ঐক্য না থাকলে প্রতিবাদে কাজ হয় না: অমর্ত্য সেন

0
3

নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত। আর এই প্রতিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধভাবে করাই উচিত। এমনই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নাগরিকত্ব ইস্যুতে বিরোধীদের একজোট হওয়া উচিত বলে মনে করেন তিনি। তাঁর মতে, ঐক্য না থাকলে প্রতিবাদে কাজ হয় না। তবে ঐক্য না থাকলেও প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, নাগরিকত্ব ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা ঠিক করতে বিরোধী দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন মমতা, মায়াবতী, কেজরিওয়ালের মত বিরোধী ব্যক্তিত্বরা। এই সূত্রে অমর্ত্য সেনের বক্তব্যকে সমর্থন করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, একাধিক বিরোধী দলই জাতীয় ইস্যুতেও আঞ্চলিক স্বার্থকে প্রাধান্য দেয়। ফলে শতাংশের হিসাবে অনেক কম ভোট পেয়েও জিতে যায় বিজেপি।