নেতাজি ডক কেন শ্যামাপ্রসাদের নামে? বিক্ষোভ ছাত্র পরিষদের

0
3

কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ সোমবার পোর্ট ট্রাস্টের হেড অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কলকাতা বন্দরের যে নামকরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করে গিয়েছেন, সেটা ছাত্র পরিষদ মানবে না। এটা বাঙালির অপমান।

কারণ, নেতাজি ডক বলে এতদিন ধরে পরিচিতি ছিল কলকাতা বন্দর। কিন্তু আজ নেতাজিকে দূরে রেখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে এনে রাজনীতি করছে মোদি সরকার। তারই প্রতিবাদে এদিন মোদির কুশপুতুল পোড়ানো হল।

আরও পড়ুন-ছাদ থেকে ঝাঁপের কারণ মিউজিক ভিডিও? ছাত্র মৃত্যু ঘিরে নানা প্রশ্ন