‘উত্তরপ্রদেশের দিলীপ’ কী বললেন জানেন কী!

0
3

একে দিলীপে রক্ষা নেই তাতে আবার রঘুরাজ। এক কথা, এক সুর। যেন উত্তরপ্রদেশের দিলীপ।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের শুট আউট বিতর্কের ২৪ ঘন্টার মধ্যে যোগী আদিত্যনাথের মন্ত্রী রঘুরাজ সিংয়ের হুমকি, যে মোদিজি আর যোগীজির বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে, তাদের জ্যান্ত পুঁতে দেওয়া হবে।

আলিগড়ে সিএএ-র সমর্থনে একটি সভায় যোগীর শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী রঘুরাজ বীর বিক্রমে একথা বলে মুখ্যমন্ত্রীর নেক নজরে আসতে চেয়েছেন। বলেছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান যে দেবে তাদের জ্যান্ত পুঁতে দেওয়া হবে। এরা এক শতাংশ। আমাদের টাকায় খায়, আর আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান মেনে নেওয়া যায় না।

উত্তরপ্রদেশে সিএএ বিরোধী আন্দোলনে ১৯জনের মৃত্যু হয়। আন্দোলনের পুরোধা ছিল পড়ুয়ারা। রঘুরাজের নিশানা যে তারাই, তা বলার অপেক্ষা রাখে না।