গত ১১ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ চলছে দেশ জুড়ে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রায় মাসখানেক পার হলেও এখনও এই ইস্যুতে দেশ জুড়ে উত্তেজনা রয়েছে। এমন পরিস্থতিতে এবার ভিডিও বার্তায় নিজেদের অবস্থান স্পষ্ট করলেন টলিউডের একঝাঁক অভিনেতা, অভিনেত্রী, গায়ক।
সেই ভিডিও বার্তার নাম ‘কাগজ আমরা দেখাবো না’। আসলে নাগরিকত্ব প্রমাণের জন্য নান কাগজপত্র দেখাতে হবে সাধারণ মানুষকে। তাই টলিউডের কলাকুশলীরা ভিডিও বার্তার নাম দিয়েছেন ‘কাগজ আমরা দেখাবো না’। কে নেই সেই তালিকায়? অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, ধৃতিমান চট্টোপাধ্যায়,আযুষ্মান মিত্র, গায়ক রূপম ইসলাম, অভিনেত্রী চিত্রাঙ্গদা, স্বস্তিকা মুখোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা,নন্দনা সেন, লেখিকা তিলোত্তমা সোম প্রমুখ।
এই ভিডিও বার্তায় স্পষ্ট জানানো হয়েছে, এই আইনের বিরোধী তাঁরা। দেশের ছাত্র যুব সমাজ যেভাবে এই আইনের বিরোধিতা করে রাস্তায় প্রতিবাদে সরব হয়েছে, ভিডিও বার্তাতেও শোনা গিয়েছে সেই একই সুর। নান ভাষায়, নানা বক্তব্যের মাধ্যমে তাঁরা এই বার্তা দিয়েছেন।সময়ই বলবে তাঁদের এই ভিডিও বার্তা আগামী দিনে কতটা প্রভাব ফেলবে ছাত্র ও যুব সমাজের আন্দোলনে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































