দিঘায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার এক মহিলা। খোয়া গিয়েছে নগদ অর্থ সহ মোবাইল ফোন। মালদহের ইংরেজবাজার থেকে দিঘা বেড়াতে যান বছর 42-এর ওই মহিলা। সেখান থেকে 3দিন পরে বাড়ি ফেরার জন্য দিঘা স্টেশনে যান তিনি। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন মালদহ থেকে ফেরার লাস্ট ট্রেন চলে গিয়েছে। এই সময় মহিলার সামনে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বছর তিরিশের এক যুবক। নিজেকে হোটেলমালিক বলে পরিচয় দেন তিনি। জানান, তালসারিতে তাঁর হোটেল আছে। সেখানেই মহিলাকে রাতে থাকার পরামর্শ দেন ওই যুবক। শুধু তাই নয়, বরাবরই মহিলাকে অত্যন্ত সম্মান দিয়ে ওই মহিলার সঙ্গে কথা বলেছেন বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। তিনি বলেন, রাতে তালসারি থানা এলাকায় একটি হোটেলে নিয়ে গিয়ে ওই মহিলাকে তোলেন ওই যুবক। তারপর এক কাপ চা খেতে দেন। মহিলার অভিযোগ, সেই চা পান করার পরেই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। সেই সুযোগে ওই যুবক তাঁকে ধর্ষণ করেন শুধু তাই নয়, ভোরবেলা তাঁর ব্যাগে থাকা 5000 টাকা মোবাইল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে চম্পট দেযন। ঘটনা বুঝতে পেরে ওই মহিলা হোটেল মালিককে সব কথা জানান। তিনি পুলিশকে জানানোর পরামর্শ দেন। এরপরেই তালসারি থানার পুলিশকে ঘটনা জানান নির্যাতিতা। সিসিটিভি ফুটেজ দেখে ওই যুবকের খোঁজ চলছে। মহিলার কাছ থেকে চেহারার বিবরণ জেনে আঁকানো হয়েছে অভিযুক্তের স্কেচও।