বিশ্ববিদ্যালয়গুলির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, অর্থাৎ উপাচার্যদের আজ, সোমবার রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
যদিও জানা গিয়েছে, রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে যাচ্ছেন না কোনও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিই। তারও আগে, গত ৮ জানুয়ারির মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপাল। সেই রিপোর্ট পাঠানো হলেও সরাসরি সাক্ষাতের অনুমতি উচ্চশিক্ষা দফতরের তরফে মেলেনি বলেই জানিয়েছেন উপাচার্যদের অনেকে। তাই, তাঁরা আজ রাজভবনের বৈঠকে যাচ্ছেন না।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে নতুন করে তৈরি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।