কলকাতায় অ্যাম্বুল্যান্সের জন্য ‘গ্রিন চ্যানেল’-এর ভাবনা রাজ্য সরকারের। সাইরেন না বাজিয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নবান্ন থেকে এবিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। সহযোগিতা করবে পরিবহন দফতর ও কলকাতা পুলিশ।
ইতিমধ্যে এ বিষয়ে বৈঠক করা হয়েছে। অ্যাম্বুল্যান্সের মধ্যেই থাকবে বিশেষ সফটওয়্যার। তার সঙ্গে যোগ থাকবে কলকাতা পুলিশের। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে সেই অ্যাম্বুল্যান্স বুক করতে হবে। নির্দিষ্ট রাস্তা বলে দেবে কলকাতা পুলিশ। নবান্ন সূত্রে খবর, এভাবেই ‘গ্রিন চ্যানেল’ তৈরি হবে। এর আগেও অঙ্গ প্রতিস্থাপন বা মরণাপন্ন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কলকাতায় গ্রিন করিডর তৈরি করা হয়েছিল। এবার এটা পরিষেবার মধ্যেই নিয়ে আসার চেষ্টা চলছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































