এবার যিশুর মূর্তি তৈরিতেও বাধা দিয়ে পথে বিজেপি-আরএসএস

0
3

এবার যিশুখ্রিস্টকে নিয়েও পথে নামল বিজেপি-আরএসএস। ঘটনাস্থল কর্নাটক। যা নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সেখানকার জাতীয় কংগ্রেস কনকপুর কাপালিবেত্তায় একটি ১১৪ ফুটের যিশু মূর্তি বানানোর সিদ্ধান্ত নিয়েছে। আর তার বিরোধিতায় পথে নেমে পড়েছে বিজেপি-আরএসএস।

মূর্তিটি ব্রাজিলের রিও ডি জেনেইরোতে যে বিখ্যাত যিশু মূর্তি রয়েছে তার আদলে তৈরি হবে। মূর্তির পাদদেশে থাকবে ১৩ফুটের সিঁড়ি। কাজও শুরু হয়ে গিয়েছে।

কেন বিরোধিতা? বিজেপি-আরএসএসের বক্তব্য, এটা আসলে কিছু মানুষকে তুষ্ট করার রাজনীতি। সোমবার প্রতিবাদে পথে নামেন হাজার পাঁচেক মানুষ। যাঁর উদ্যোগে এই মূর্তি নির্মাণ, সেই কংগ্রেস নেতা শিবকুমার বলেন, আমার বিধানসভার হারোবেলের লোকেরাই এই দাবি জানিয়েছিল। আমি শুধু প্রতিশ্রুতি পালন করছি। খ্রিস্টান মানুষের বাস এই গ্রামে।