পূর্বাভাস অনুসারেই চলছে শীত! জাঁকিয়ে ঠাণ্ডা বঙ্গে

0
4

সোমবারের সকালে কলকাতায় তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। পৌষ সংক্রান্তির আগে জাঁকিয়ে শীত। সংক্রান্তির আগে এই পরিস্থিতির পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী দুদনি এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় কুয়াশা থাকতে পারে বলে জানা গিয়েছে। কয়েকদিন ধরেই পশ্চিমাঞ্চলের অনেক জায়গার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। এদিন তা আরও নেমে যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য পুরুলিয়া, শ্রীনিকেতন এবং আসানসোল।

কোথায় কত ডিগ্রি…

ক্যানিং ১১
কোচবিহার ৯
দার্জিলিং ৫
ডায়মন্ডহারবার ১১.৬
দিঘা ১১.১
মালদহ ৯.৮
শিলিগুড়ি ৬.৯
শ্রীনিকেতন ৭.৬

আসানসোল ১০.৮
বালুরঘাট ১০.১
বাঁকুড়া ১০.৭
ব্যারাকপুর ৯.৮
বহরমপুর ১২
বর্ধমান ৮.৩