NRC ও CAA-এর বিরুদ্ধে লাগাতার আন্দোলনের অঙ্গ হিসেবে আজ, সোমবার পথে নামছে বাংলার শিক্ষক সমাজ।শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ-এর তরফে ভিক্টোরিয়া হাউস থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিল করবেন এই শিক্ষক সংগঠন সহ অন্যান্য গণসংগঠনের কর্মীরা।
এই মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, “কোনও শিক্ষক সংগঠন এর আগে NRC, CAA এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে এভাবে মিছিলের ডাক দেয়নি। আমরা মিছিলের পাশাপাশি রাজ্য বিজেপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করার কর্মসূচিও নিয়েছি।”






























































































































