অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য পুরস্কারের অর্থ দান করলেন সেরেনা

0
2

২০২০ সালের প্রথম খেতাব জয় সেরেনার। মা হওয়ার পর এই প্রথম খেতাব জিতলেন সেরেনা উইলিয়ামস। কেরিয়ারের ৭৩ নম্বর WTA খেতাব জেতার পর পুরস্কারের অর্থ ৪৩ হাজার ডলার অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য দান করলেন সেরেনা উইলিয়ামস। রবিবার অকল্যান্ড ওপেনের ফাইনালে স্বদেশীয় জেসিকা পেগুলাকে খুব সহজেই হারান। ৬-৩, ৬-৪ গেমে ম্যাচ জিতে নেন। মেয়েকে কোলে নিয়ে ট্রফি হাতে সেরেনার ছবি ছিল অকল্যান্ড ওপেনের কোর্টে আকর্ষনের কেন্দ্রে।

আরও পড়ুন-ছোট লালবাড়ির লড়াই: এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই হতে পারে নির্বাচন