বাংলার কিশোরী ভারতীয় দলে, উচ্ছ্বাসে ভাসছে ক্রিকেটপ্রেমীরা

0
6

সৌরভ, ঋদ্ধিমান, ঝুলনের শহর থেকে আর এক বাঙালি কিশোরী ভারতীয় মহিলা ক্রিকেট দলে। শিলিগুড়ির ১৬ বছরের রিচা ঘোষ এখনও মাধ্যমিকে বসেনি। বসতেও পারবে না। কারণ, তার আগে তাকে উড়ে যেতে হবে অস্ট্রেলিয়ায়। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নিয়েছে রিচা। অনেকটা মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের মতো। মানকুণ্ডুতে ফ্রেন্ডলি ম্যাচ চলাকালীন খবর পেয়ে রিচা বলেছে, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম। বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ পেরোলাম। গতবার বাংলার অনূর্ধ্ব-১৯ দলকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর রিচা। সিনিয়র দলে দিল্লির বিরুদ্ধে ৬৭রানের ইনিংসে নজর কাড়েন রিচা। তারপর টি-২০ চ্যালেঞ্জার ট্রফির পারফরম্যান্স রিচার ভারতীয় দলে আসার পথকে মসৃণ করে দেয়। পাঁচ বছর বয়সে রিচার ক্রিকেট মাঠে প্রবেশ। ব্যাটিং তো আছেই, মিডিয়াম পেস বোলিং আর কিপিং তার কাছে উপরি পাওনা। তবে রিচা হতে চান ব্যাটসম্যানই। রিচার ভারতীয় দলে নির্বাচিত হওয়ার পর উচ্ছ্বসিত সৌরভ, ঝুলন তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এবার এঁদের পরামর্শ নিয়েই যেতে চান অস্ট্রেলিয়ায়। অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।