গরহাজির দলগুলিকে নিয়ে ধীরে চলো নীতিতেই চলতে চান রাহুলরা

0
1

গরহাজির দলগুলিকে নিয়ে এখনই কোনও মন্তব্যে নারাজ কংগ্রেস এবং বিরোধী দলগুলি। তাঁরা আপাতত ধীরে চলো এবং অপেক্ষার নীতিতেই চলতে চাইছেন। সোমবার দিল্লিতে সোনিয়া গান্ধীর নেতৃত্বে ১৯দলের বৈঠক হল। মূল ইস্যু অবশ্যই সিএএ-এনআরসি-এনপিআর বিরোধিতায় বিরোধী ঐক্য তৈরি করে দেশ জুড়ে আন্দোলনে নামা। বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, আপ, ডিএমকে এবং শিবসেনা। বৈঠক সেরে রাহুল গান্ধী বলেন, দেশের ছাত্র-যুবর উপর দমন-পীড়ন চলছে। প্রধানমন্ত্রীর সৎ সাহস থাকলে তাদের সামনে গিয়ে বলুন মোকাবিলা করুন। দেশের বেকারত্ব, আর্থিক উন্নয়ন কেন তলানিতে এসে ঠেকেছে, তার জবাব তাঁকে দিতে হবে। দেশের মানুষ, দেশের যুব সমাজ, দেশের পড়ুয়ারা এই কথাটাই জানতে চাইছেন।