জেএনইউ : সোশ্যাল সাইটে তথ্য জানতে নোটিশ

0
4

জেএনইউতে একদিকে ক্লাস শুরু হল সোমবার। রেজিষ্ট্রেশনও আজ থেকে শুরু। সংসদের সভানেত্রী ঐশী ঘোষ পড়ুয়াদের কাছে আবেদন করেছেন বর্ধিত ফিজ না দিতে। রেজিস্ট্রেশন না করতে। অন্যদিকে এদিনই আদালত নোটিশ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ট্যুইটার সংস্থাকে। তাদের কাছে চাওয়া হয়েছে এই তিনটেতেই জেএনইউ পড়ুয়াদের অ্যাকাউন্টের তথ্য। অন্যদিকে আজ বিশ্ববিদ্যালয়ে এসে পুলিশ ঐশী সহ তিন পড়ুয়াকে জেরা করবে।

আরও পড়ুন-রাজ্যপালের ডাকে সাড়া দিলেন না উপাচার্যরা, রাজভবনে হচ্ছে না বৈঠক