বিধ্বংসী স্টয়নিস

0
2

৮টি ছয় আর ১৩টি চার। ৭৯ বলে ১৪৭ রান। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টুর্নামেন্টে ধুন্ধুমার ব্যাটিং মার্কাস স্টয়নিসের। মার্কাস আবার দিল্লি ক্যাপিটালসে খেলবেন আইপিএলে। ফলে খুশির ঝিলিক তাদের মুখেও। সবচেয়ে কম বলে বেশি রানের ইনিংস ছিল ডি আর্কি শর্টের। তিনি ৬৯ বলে করেছিলেন ১২২ রান। মেলবোর্ন-এর মাঠে সেই রেকর্ড ভাঙলেন মার্কাস।

আরও পড়ুন-বাংলার কিশোরী ভারতীয় দলে, উচ্ছ্বাসে ভাসছে ক্রিকেটপ্রেমীরা