কুমারগঞ্জ কাণ্ডের প্রতিবাদে লকেটের মশাল মিছিল আটকালো পুলিশ, তারপর?

0
1

কুমারগঞ্জ ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই সরব বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি মৃতার বাড়িতেও গিয়েছিলেন পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে। কিন্তু দেখা হয়নি তার বাবা-মায়ের সঙ্গে। আর এই পুরো বিষয়টি নিয়ে মহিলা মোর্চা নেত্রী দোষ চাপালেন পুলিশ ও রাজ্য প্রশাসনের উপর।

এরপর এদিন সেন্ট্রাল এভিনিউ থেকে মৃতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দোষীদের মৃত্যু দণ্ডের দাবি তুলে মহিলা মোর্চার সদস্য নিয়ে এক মশাল মিছিলের ডাক দেন। কিন্তু পুলিশ তাঁদের বিজেপি অফিসের সামনেই আটকে দেন। এরপরই বচসা বেঁধে যায় পুলিশের সঙ্গে।

একদিকে লকেট চট্টোপাধ্যায় মিছিল আটকানোর জন্য প্রশাসনের বিরুদ্ধে মাইকিং করেন এবং স্লোগান তোলেন। অন্যদিকে, পাল্টা মাইকিং করে পুলিশ বিজেপি কর্মী-সমর্থকদের শান্ত থাকার আবেদন করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিনা অনুমতিতে তাঁরা কোনওভাবেই মিছিল করতে দিতে পারে না। অন্যদিকে, লকেট মিছিলের অনুমতির জন্য পুলিশের উপর চাপ দিতে থাকেন।। প্রায় ৪৫ মিনিট তুমুল বচসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।