মন্দিরেও ড্রেস কোড!

0
1

স্কুলে ড্রেস কোড প্রচলিত, স্বাভাবিক। কিন্তু মন্দিরে? এই অভিনব কাণ্ডটি করে বসল বারানসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পরিচালন কমিটি। তারা তিনটি ফরমান জারি করেছে। এক, পুরুষদের ধুতি পাঞ্জাবি পড়তে হবে গর্ভগৃহে ঢুকতে। দুই, মহিলাদের শাড়ি। আর তিন, সকাল এগারোটার পরে আর গর্ভগৃহে যাওয়া যাবে না। কাশী বিদ্দৎ পরিষদ এই হুলিয়া জারি করে বলেছে অন্য যে কোনও পোশাকে মন্দিরে প্রবেশ করা যাবে। কিন্তু গর্ভগৃহের জন্য এই পোশাক বাধ্যতামূলক। তবে কবে থেকে এই হুলিয়া চালু হবে, তা অবশ্য জানানো হয়নি।

আরও পড়ুন-রাজ্যপালের ডাকে সাড়া দিলেন না উপাচার্যরা, রাজভবনে হচ্ছে না বৈঠক