জেএনইউ কাণ্ড: এই সপ্তাহ থেকেই জিজ্ঞাসাবাদ শুরু পুলিশের

0
4

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গত ৫ জানুয়ারি হিংসার ঘটনা নিয়ে এই সপ্তাহ থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করতে চলেছে দিল্লি পুলিশ। বিভিন্ন মহলে সমালোচিত হওয়ার পর অবশেষে ঘটনার আটদিন পর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হচ্ছে। জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করার জন্য জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষকেও নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে যে ৯ জনের নাম অভিযুক্ত হিসাবে দিল্লি পুলিশ জানিয়েছিল, তাদের সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে। এদের মধ্যে সাতজন বাম সংগঠনগুলির ও দুজন এবিভিপি সদস্য।

এছাড়া ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ে যেসব মুখোশধারীদের দেখা গিয়েছিল তাদেরও চিহ্নিত করছে দিল্লি পুলিশ। এর মধ্যে মুখোশ পরে লাঠি হাতে যে ছাত্রীকে দেখা গিয়েছিল তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তাঁর পরিচয় প্রকাশ্যে না আনলেও তাঁর কাছেও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ।