দিলীপের মস্তিষ্কের চিকিৎসার দরকার, কেন বললেন পার্থ?

0
4

বেলাগাম বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দাওয়াই, চিকিৎসার প্রয়োজন আছে। ওনার মস্তিষ্ক সুস্থ নয়।

হঠাৎ কেন এই বিতণ্ডা? রবিবার রাণাঘাটে দলীয় কর্মসূচিতে গিয়ে রেলের সম্পত্তি ধ্বংস করা নিয়ে বলতে গিয়ে দিলীপ বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, আন্দোলনের নামে ৫০০-৬০০কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে একদল লোক। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে এই সব শয়তানদের গুলি করা হয়েছে, জেলে ভরা হয়েছে। আর এ রাজ্যে প্রায় ৮০কোটি টাকার সম্পত্তি নষ্ট করার পরেও রাজ্য সরকার একজনকে গ্রেফতার পর্যন্ত করেনি। বোঝাই যাচ্ছে এদের দিয়ে কারা করাচ্ছে। এরপর দিলীপ কার্যত হুমকির সুরে বলেন, এখানে এসে থাকবে, খাবে, আবার সরকারি সম্পত্তি নষ্ট করবে, এসব চলবে না। আমরা ক্ষমতায় এলে এদের লাঠি পেটা করব, গুলি করব, জেলে পুরব। রাজ্য সরকারের মুরোদ নেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। দিলীপের বিস্ফোরণে জল ঢেলে পার্থ চট্টোপাধ্যায় বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই উনি এসব কথা বলে চলেছেন। ওনার চিকিৎসার পরামর্শ দিচ্ছি।