লক্ষ্য বাবুল, রাজ্যের দায়িত্বে আমি, কে কী বলছে তাতে দিলীপ ঘোষের যায় আসে না

0
1

গোল বেধেছে রাজ্য বিজেপির সদর দফতরে। বাবুল-দিলীপ লড়াই এবার আরও সরাসরি। দিলীপের শুট আউট কাহিনি নিয়ে বাবুল বলেছিলেন, এটা ওনার কথা, দলের নয়। আর এ নিয়ে সারাদিন চর্চা-বিতর্ক, বিরোধী আক্রমণ চলেছে। দিনের শেষে দিলীপ বললেন, রাজ্যে দলের কোনও বিষয়ে বক্তব্য কে ঠিক করবে! দল তো দিলীপ ঘোষকেই দায়িত্ব দিয়েছে। তাহলে এরপর আর দ্বিতীয় কথা আসে কোথা থেকে! কে কী বলছে, দাবি করছে তাতে আমার কিছু যায় আসে না। অর্থাৎ রাজ্য সভাপতি যে কেন্দ্রীয় মন্ত্রীর কথাকে কোনও ধর্তব্যেই রাখতে চান না, আমল দিতে চান না, তা স্পষ্ট করে দিয়েছেন।

দিলীপ বলেন, রাণাঘাটে আমার বক্তৃতার স্বভাবিক অর্থ হয়তো সেটাই হয়। কিন্তু আক্ষরিক অর্থে গুলি করার কথা মোটেই বলিনি। বলতে চেয়েছি অসম, উত্তরপ্রদেশে হিংসাত্মক আন্দোলন করে যারা সম্পত্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে সেখানকার রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে। আর এখানকার সরকার একটা এফআইআরও করেনি। এরা প্রশ্রয়দাতা।