উত্তর প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ২, আহত ১৬

0
2

উত্তর প্রদেশের আগ্রায় বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের, আহত ১৬ জন। জানা গিয়েছে, সোমবার সকালে উত্তর প্রদেশ সড়ক পরিবহন সংস্থার একটি ভলভো বাস ৪০ জন যাত্রী নিয়ে আগ্রা থেকে লখনউ-এর দিকে রওনা দেয় । ঘন কুয়াশা থাকায় রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না। আর তাতেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। আগ্রা-লখনউ এক্সপ্রেস ওয়ে-র কাছে এই দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি দশজনকে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ।