তারকা-বিধায়কের নাম করে তোলাবাজি!

0
6

অভিনেত্রী তথা বিধায়ক দেবশ্রী রায়ের নামে তোলাবাজির অভিযোগ। টোটো পাইয়ে দেওয়ার নাম করে ৮০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে সুমন বসু নামে এক প্রতারককে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ।
গত ডিসেম্বরে টালিগঞ্জ ও নৈহটি থানায় অভিযোগ দায়ের করেন দেবশ্রী রায়। সেখানে তিনি জানান, তাঁর বিধানসভা কেন্দ্র রায়দীঘি সহ বেশ কয়েকটি জায়গা থেকে দেবশ্রী রায়ের নামে করে তোলা তুলছেন সুমন বসু। এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়। বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে সুমনকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়।