দিলীপ-বাবুল বিরোধের মাঝেই সে নিয়ে তির্যক কটাক্ষ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আক্রমণের তীর সরাসরি দিলীপ ঘোষের দিকে। বললেন, দিলীপ ঘোষ যথাযথভাবে বিজেপির আসল চরিত্র মানুষের সামনে প্রকাশ করে ফেলেছেন। এমন কথা বলেছেন যে তাঁর নিজের দলের সাংসদ প্রকাশ্যেই তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন! আমার শুধু একটাই প্রশ্ন দিলীপবাবুকে, দয়া করে রাজ্যের মানুষকে জানান, রাণাঘাটে আপনি প্রকাশ্য সভায় যা বলেছেন, সেটা আপনার ব্যক্তিগত মত না বিজেপির বক্তব্য! প্রসঙ্গত, রবিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাণাঘাটে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, আন্দোলনের নামে ৫০০-৬০০কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে একদল লোক। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে এই সব শয়তানদের গুলি করা হয়েছে, জেলে ভরা হয়েছে। আর এ রাজ্যে প্রায় ৮০কোটি টাকার সম্পত্তি নষ্ট করার পরেও রাজ্য সরকার একজনকেও গ্রেফতার পর্যন্ত করেনি। এরপর দিলীপ কার্যত হুমকির সুরে বলেন, এখানে এসে থাকবে, খাবে, আবার সরকারি সম্পত্তি নষ্ট করবে, এসব চলবে না। আমরা ক্ষমতায় এলে এদের লাঠি পেটা করব, গুলি করব, জেলে পুরব।
তারপরেই বিতর্কের সূত্রপাত।
Although @DilipGhoshBJP correctly characterized his party, his own MP refuting his stance publicly raises serious doubts over his credibility to lead BJP in Bengal.
Dilip Babu please let us ALL know if your statements are to be seen as personal opinion or views of your party. ?? https://t.co/4rHvQ29HHm
— Citizen Abhishek Banerjee (@abhishekaitc) January 13, 2020
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য পুরস্কারের অর্থ দান করলেন সেরেনা