ফুটবল প্রতিভার খোঁজ মিললেই দায়িত্ব নেবে সরকার, MLA কাপ থেকে বার্তা পার্থর

0
7

রাজ্যজুড়ে MLA কাপের আয়োজন শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এই টুর্নামেন্টের উদ্দেশ্য মহৎ। এদিন তারই ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ” গত কয়েক বছর ধরে চলা এই এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার যথেষ্ট জনপ্রিয়তা বেড়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে যদি কোনও প্রতিভাবান ফুটবলারকে পাওয়া যায়, তার মানোন্নয়ন-এর জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা।”

রবিবার বেহালা সরশুনা ষষ্ঠীর মোরে বাহাদুর মাঠে বেহালা পশ্চিম এমএলএ কাপ ২০২০-র উদ্বোধন করেন বেহালা পশ্চিম-এর বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, রত্না চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট ফুটবলাররা। ছিলেন স্থানীয় পুর প্রতিনিধিরাও। পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে বেহালার ছাত্র-যুব এবং ফুটবলপ্রেমীরা যথেষ্ট উৎসাহী এবং আনন্দ উপভোগ করেন।

আরও পড়ুন-রামকৃষ্ণ মিশনের মঞ্চকে ব্যবহার করে দলের রাজনৈতিক বার্তা দিয়েছেন মোদি : সেলিম