মকর সংক্রান্তির পরই নতুন সভাপতি ঘোষণা করতে পারে বিজেপি

0
2

মকর সংক্রান্তির পরই দিনক্ষণ দেখে নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করতে পারে বিজেপি। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের সর্বোচ্চ দায়িত্ব ছেড়ে দেবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন বর্তমান কার্যনির্বাহী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তার আগে রাজ্য সভাপতিদের ভোটের মাধ্যমে তাঁর নামে সিলমোহর পড়ার কথা। নাড্ডার এককালীন মেয়াদ হবে তিন বছর। জানুয়ারির শেষের দিকে এই গুরুত্বপূর্ণ রদবদল হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। আর তাহলে দিল্লি বিধানসভা নির্বাচনই হবে নাড্ডার নেতৃত্বের প্রথম সাংগঠনিক পরীক্ষা।

জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ রদবদলের পাশাপাশি রাজ্যস্তরেও সংগঠনকে ঢেলে সাজাতে চায় বিজেপি। বিশেষত, পশ্চিমবঙ্গে সামনের বছর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে। তবে রাজ্য বিজেপি সভাপতি পদে থাকছেন দিলীপ ঘোষই। তাঁর সাংসদ হিসাবে দায়িত্বের কথা মাথায় রেখে কাজের সুবিধার্থে সাংগঠনিক কিছু দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে। রাজ্য কমিটির নিষ্ক্রিয় পদাধিকারীদেরও ছাঁটতে পারে বিজেপি।

আরও পড়ুন-রামকৃষ্ণ মিশনের মঞ্চকে ব্যবহার করে দলের রাজনৈতিক বার্তা দিয়েছেন মোদি : সেলিম