তবে কী বিরোধী ঐক্যে ফাটল। কেন্দ্রের এনআরসি-সিএএ বিরোধী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না। আগামিকাল এ নিয়ে একজোট হচ্ছেন বিরোধীরা। কিন্তু সেই বৈঠকে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিএসপি নেত্রী মায়াবতী। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাহলে কী বিরোধী ঐক্যে চিড়! অবিজেপি দলগুলি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। বিচ্ছিন্ন নয়, একজোট হতে আগামিকাল বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বৈঠকের মূল উদ্যোক্তা অবশ্য কংগ্রেস।