রাজ্যপাল বার বার বার্তা দিয়েছেন আলোচনায় বসার। কিন্তু মুখ্যমন্ত্রী শুধু তাঁকে উপেক্ষা করেছেন তাই নয়, তাঁকে নিয়ে কোনও কথা বলতেই রাজি নন, শুনতেও নয়। ফলে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সম্পর্ক কার্যত শীতলতায় পরিণত হয়েছিল। শনিবার মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানে এসে কিছুটা হলেও সেই ছবি কিছুটা পাল্টালো। দুজনের দেখা হতেই মৃদু হাসি এবং তারপর কুশল বিনিময়। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন, বিষয়টি সৌজন্যমূলক। তাই বলে তাঁদের দুজন শীঘ্রই বৈঠকে বসছেন এমন কোনও সম্ভাবনা মোটেই নেই। তবু শীতলতার মাঝে অল্প একটু রোদ। রাজ্যপাল সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিখ্যাত কফি হাউসের টেবিলে বৈঠকে বসতে চেয়েছেন।