স্টিং অপারেশনের দুই কীর্তিমানকে তলব

0
3

স্টিং অপারেশনের জের। জেএনইউ হামলার ঘটনায় হামলার স্বীকারোক্তি করা আকাশ অবস্থি ও রোহিত শাহকে ডেকে পাঠাল দিল্লি পুলিশ। ‘ইন্ডিয়া টুডে’র এই স্টিং অপারেশনে দুজনেই স্বীকার করেছিলেন, তাঁদের নেতৃত্বেই এই হামলা হয়। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্র ধরে ৩৭জনকে ডাকা হয়েছে। এই তালকায় বামপন্থীদের পাশাপাশি এবিভিপির সদস্যরাও রয়েছে।