উত্তর কলকাতার সিমলায় স্বামীজির জন্মভিটেতে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে গড়ে উঠছে ৮৫০ আসনের বিশ্বমানের অডিটোরিয়াম। খরচ হবে ১৪ কোটি টাকা। এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। কেন্দ্রীয় সরকার আপাতত দিয়েছে সওয়া ৩ কোটি টাকা। স্বামীজির জন্মভিটেতে প্রতিদিনই ঠাকুর, মা স্বামীজি এবং বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে নানা আলোচনা হয়ে থাকে। সে সব শুনতে বেশ ভিড় হয় রোজ। সেই সংখ্যা ক্রমশ বাড়ছে। এছাড়াও স্বামী বিবেকানন্দের সংগ্রহশালা দর্শন করতেও আসেন বহু মানুষ। বর্তমানে যে অডিটোরিয়াম আছে, সেখানে বসার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় এই অডিটোরিয়াম গড়ার সিদ্ধান্ত নিয়েছে মিশন।
গত বছরের সেপ্টেম্বর মাসে ভগিনী নিবেদিতার সার্ধ জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এখানেই তৈরি হয়েছে ‘নিবেদিতা ভবন’। ওই ভবনে চলে অবৈতনিক কোচিং সেন্টার, দাতব্য চিকিৎসালয়। স্বামী বিবেকানন্দ সম্পর্কিত গবেষণার কাজেও ব্যবহার হয় এই ভবনটি। এখানে আছে যোগ প্রশিক্ষণ কেন্দ্র। ২০০১ সালের ১০ মার্চ স্বামীজির এই জন্মভিটেয় তদানীন্তন সহ-সঙ্ঘাধ্যক্ষ স্বামী গহনানন্দ নবরূপে নির্মাণের জন্য এই আবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর তদানীন্তন সঙ্ঘাধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দ স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এটির দ্বারোঘাটন করেন। আর ওই বছরই ১ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালাম এই কেন্দ্রটির উদ্বোধন করেন। ২০০৯ সালে রাজ্য সরকার হেরিটেজ বিল্ডিং হিসেবে স্বীকৃতি দেয় এই আবাসকে।