মোদিকে জিন্নার সঙ্গে তুলনা করলেন অধীর

0
4

রবিবার বহরমপুরে এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের অধীর রঞ্জন চৌধুরী জানান, ভারতবর্ষের মানুষকে ধর্মের নামে বিভাজিত করতে চাইছেন মোদি। প্রধানমন্ত্রী নাগরিকত্বের সঙ্গে ধর্মের সম্পর্ক তৈরি করছে। ভারতবর্ষের এক বিশাল অংশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামিদিনে ভারতবর্ষকে আরও বিপদের দিকে ঠেলে দেওয়ার আইনের নাম নাগরিক আইন।

অধীর আরও বলেন, “নরেন্দ্র মোদির দরকার হলে পার্লামেন্টে বক্তব্য রেখে আমাদের প্রশ্নের উত্তর দিন। চ্যালেঞ্জ থাকল আপনার সঙ্গে আমার। এখানে যা বোঝাচ্ছেন পার্লামেন্টে বোঝাবেন । আপনি নিজেই কিছু বোঝেন না।”

আরও পড়ুন-ফুটবল প্রতিভার খোঁজ মিললেই দায়িত্ব নেবে সরকার, MLA কাপ থেকে বার্তা পার্থর