রাজ্যের দাবি, সঙ্গে সিএএ : মোদি-মমতা বৈঠক

0
6

মেরে কেটে মিনিট পনেরো। বিকেল ৪.৩০ মিনিট থেকে ৪.৪৫ মিনিট। রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক। বৈঠকে কী কথা হয়, সে নিয়ে রাজনৈতিক মহলে ছিল চরম উত্তেজনা, চরম কৌতূহল। কৌতূহল মেটালেন মুখ্যমন্ত্রী নিজেই। নর্থ গেট দিয়ে বেরিয়ে এসেই বললেন, “আমি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তার কারণ এটা আমার সরকারি প্রোটোকলের মধ্যে পড়ে, এটা সাংবিধানিক দায়িত্ব। যে কারণে মিনিস্টার ইন ওয়েটিং ফিরহাদ হাকিম বিমানবন্দরে ছিলেন। অন্য দেশের রাষ্ট্রপ্রধান এলেও তাই করতে হয়।”

মুখ্যমন্ত্রী জানান, “আমাদের বকেয়া ২৮হাজার কোটি টাকা আছে। এ ছাড়াও বুলবুল বাবদ প্রায় ৮হাজার কোটি টাকা। মোট প্রায় ৩৮হাজার কোটি টাকা। আমি এই বকেয়া এখনই মিটিয়ে দিতে অনুরোধ করেছি। এছাড়া সিএএ, এনআরসি, এনপিআর-র যে আমরা বিরোধী তা প্রধানমন্ত্রীকে জানিয়ে এসেছি। এ ব্যাপারে প্রয়োজনে দিল্লিতে কথা বলবেন বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।”

আরও পড়ুন-সৌজন্যে মোদি, অহি-নকুল পাশাপাশি, সামান্য মস্করাও