চোর ধরতে পড়ল পোস্টার!

0
3

চোর ধরতে সেই প্রাচীন যুগে ফিরে গেল দিনহাটা থানার পুলিশ। ওয়ান্টেড লেখা পোস্টার লাগানো হল শহর জুড়ে। এক সপ্তাহ ধরে লাগাতার চুরির ঘটনা ঘটে চলছে দিনহাটায়। চুরি রুখতে ইতিমধ্যেই স্থানীয়দের নিয়ে দিনহাটা থানায় স্মারকলিপি জমা দিয়েছেন পুরপ্রধান তথা বিধায়ক উদয়ন গুহ।

সিসিটিভি ফুটেজ দেখে চোরের ছবি নিয়ে পোস্টার তৈরি করেছে দিনহাটার পুলিশ। শুক্রবার, রাত ও শনিবার, সকালে এই পোস্টার দিনহাটা শহরের সর্বত্র লাগানো হয়েছে। হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার সাঁটা হয়েছে। পোস্টার লাগানো হয়েছে টোটো-র পিছনেও। কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার জানান, চোর ধরতে অগুণতি চোখের সাহায্য নিচ্ছে পুলিশ-প্রশাসন। দ্রুত এই পোস্টার লাগানোর ফল পাওয়া যাবে বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন-রাজ্যের দাবি, সঙ্গে সিএএ : মোদি-মমতা বৈঠক