প্রথম কোনও প্রধানমন্ত্রীর বেলুড়ে রাত্রিবাস

0
4

একপাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এক দিকে রাজ্যপাল জগদীপ ধনকড়। মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী স্পিড বোটে করেই চললেন বেলুড়ে। বেলুড় মঠেই রাত কাটাবেন। তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি বেলুড়মঠে রাত কাটাচ্ছেন। থাকবেন অবশ্য আন্তর্জাতিক অতিথিশালায়।

 

কাল, রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন। বেলুড়ে ভোরে উঠে মঠের সন্ন্যাসীদের সঙ্গেই ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। ফলে নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়ে যায়। অতিথিশালা ফাঁকা করা হয়। বেলুড় ঘিরে নিয়েছে এসপিজি। রাতে রামকৃষ্ণ মিশনের প্রয়াত অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দর প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেন মোদি। লেখেন, আমি আনন্দিত যে স্বামীজির জন্মদিনে বেলুড়ে কাটাব। তবে ফাঁকা লাগবে, অভাব বোধ করব স্বামী আত্মস্থানন্দর। রাতে তিনি বেলুড়ের প্রসাদ খেলেন এবং স্বামীজির সঙ্গে দেখা করে, কুশল বিনিময় করে অতিথিশালায় চলে যান।