আগামীকাল ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। তার ঠিক আগেরদিন আজ, শনিবার বিকেলে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরের আগে স্বামীজীকে নিয়ে বাংলায় ট্যুইট করলেন মোদি।

লিখলেন, “আমি আনন্দিত ও উৎসাহিত যে আজ এবং আগামী কাল আমি পশ্চিম বঙ্গে কাটাবো। স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তীর পবিত্র সময়ে আমার রামকৃষ্ণ মিশনে যাওয়ার সৌভাগ্য হবে। বেলুড় মঠ সর্বদাই একটি বিশিষ্ট জায়গা।”
আরও একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, ” তবুও, একটা শূন্যতাও থাকবে! যিনি আমাকে জন সেবাই প্রভু সেবা’র মহৎ নীতিটি শিখিয়েছিলেন, সেই শ্রদ্ধেয় স্বামী আত্মস্থানন্দ জি এখন আর নেই। রামকৃষ্ণ মিশনে গিয়ে তাঁর পবিত্র সান্নিধ্য না পাওয়াটা অকল্পনীয়!”

আরও পড়ুন-কলকাতা সফর নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীর ট্যুইট, বিক্ষোভ দেখাতে সকাল থেকেই তৈরি শহর






























































































































