রাজভবনে মোদি-মমতা বৈঠক

0
9

কলকাতায় এসেই রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন রাজভবনে। বিকেল সাড়ে চারটে থেকে দুই প্রধানের বৈঠকের কথা।

এর আগে বিকেল তিনটে পঁয়তাল্লিশে প্রধানমন্ত্রীর বিমান পৌঁছায় নেতাজি সুভাষ বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল জগদীপ ধনকড়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেনাবাহিনীর বিশেষ চপারে রেসকোর্সে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁর কনভয় রওনা দিয়েছে রাজভবনে। রাজভবনের সাউথ গেট দিয়ে তাঁর ঢোকার কথা। নর্থ গেট দিয়ে রাজভবনে ঢোকেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-মোদি “গো ব্যাক স্লোগান”-এ অবরুদ্ধ কলকাতা! শহরজুড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী