গঙ্গাসাগরমেলার জন্য সকাল থেকেই চালু সরকারি বাস পরিষেবা

0
3

এ বছর গঙ্গাসাগর মেলার দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড় সুষ্ঠুভাবে সামাল দিতে এবং সকল তীর্থযাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আজ, শনিবার থেকে সাগরগামী একাধিক সরকারি বাস চালাচ্ছে রাজ্য সরকার।

গঙ্গামেলার জন্য সরকারি বাস পরিষেবা দেওয়ার দায়িত্বে থাকবে ডব্লুবিটিসি এবং এসবিএসটিসি। ডব্লুবিটিসির ৪৫ এবং এসবিএসটিসির ২৪টি বাস চলবে বাবুঘাট ও হাওড়া থেকে। মেলার জন্য সাগরদ্বীপে চলবে বেসরকারি বাসও।
মেলার জন্য ব্যবহৃত প্রতিটি বাসেই থাকবে জিপিএস। তাতে কন্ট্রোল রুম থেকে বাসের গতিবিধির উপরে নজর রাখা যাবে।

আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলার জন্য সরকারি বাস চালানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। প্রয়োজনে পরিষেবার দিন বাড়তেও পারে।