কুমারগঞ্জ কাণ্ডে মৃতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার দুপুরে দেখা করতে যান বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু তাঁর জন্য অপেক্ষা করছিল ফাঁকা বাড়ি। কারণ, লকেট তাদের গ্রামের বাড়িতে ঢোকার আগেই প্রশাসনের তরফ থেকে নির্যাতিতার মা ও বাবাকে সরকারি অনুদান দেওয়ার জন্য বালুরঘাট নিয়ে যাওয়া হয়। কার্যত ফাঁকা বাড়িতে এসে বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে যেতে হয় লকেটকে ।