কুমারগঞ্জে গণধর্ষণ ও খুনের ঘটনায় মৃতার পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের

0
4

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে কিশোরীকে গণধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় এখন উত্তাল রাজ্য। রাজ্য প্রশাসনের উপর দায় চাপিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টায় আছে বিজেপি।

এরই মধ্যে ধর্ষিতার পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। আজ, শনিবার মৃতার পরিবারের লোকেদের জেলা প্রশাসনিক ভবনে আসার অনুরোধ জানানো হয়েছে। তাঁদের হাতে ৪ লক্ষ ১২ হাজার টাকা তুলে দেওয়া হবে।

অন্যদিকে, এদিনই মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিজেপি নেত্রী তথা হুগলির সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-দিল্লির ভোটের আগে কেন বড় জাতীয় ইস্যুর অপেক্ষায় বিজেপি?