হোয়াটসঅ্যাপের সূত্রে JNU-হামলার ৩৭ ‘মুখোশধারী’-কে চিহ্নিত করেছে পুলিশ

0
4

JNU- হামলার ঘটনায় দিল্লি পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ দিল্লি পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ৬০ জনের মধ্যে ৩৭ জনের একটি দলকে চিহ্নিত করা হয়েছে যাঁরা “বামপন্থী বিরোধী ঐক্য” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। প্রাথমিক অনুমান, JNU-র শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর গত সপ্তাহের হামলার পিছনে এই গ্রুপেরই হাত আছে। এখনও পর্যন্ত এঁদের মধ্যে ১০ জনকে বহিরাগত হিসাবে চিহ্নিত করা হয়েছে, যাঁরা ওই হামলার সঙ্গে জড়িয়ে ছিলেন বলে অভিযোগ।

দিল্লি পুলিশ পাশাপাশি একথাও জানিয়েছে বাম সমর্থিত ছাত্র সংগঠন ও ABVP, এই দু’দলই বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালাতে বহিরাগতদের সাহায্য নিয়েছিল। JNU-এর পড়ুয়ারাই ওই বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকার সুযোগ করে দিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ওই ঘটনায় শুক্রবার ৯ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে কয়েকজনের ছবি প্রকাশ করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের বেশিরভাগই বাম ছাত্রনেতা। দিল্লি পুলিশের বক্তব্য, এরা হলেন, ছাত্রনেতা চুনচুন কুমার, পঙ্কজ মিশ্র, ঐশী ঘোষ, ওয়াসকার বিজয়, সুচেতা তালুকদার, প্রিয়া রঞ্জন, দোলন সাওয়ান্ত, যোগেন্দ্র ভরদ্বাজ এবং বিকাশ প্যাটেল৷ এদিকে SFI-এর অভিযোগ, যোগেন্দ্র ভরদ্বাজ এবং বিকাশ প্যাটেল বিজেপির ছাত্র সংগঠন ABVP-র নেতা৷

আরও পড়ুন-‘Un-popular হয়ে পড়লে লুকোচুরি খেলতেই হবে, কণাদ দাশগুপ্তের কলম