মোদি-মমতা বৈঠক নিয়ে তোপ দাগল বাম-কংগ্রেস। বলা হল, সারা রাজ্য যখন সিএএ-এনআরসি নিয়ে উত্তাল তখন মুখ্যমন্ত্রী কেন এই সময়ে একান্ত বৈঠক করতে গেলেন? আসলে এর মধ্যে রয়েছে অন্য রহস্য।
ধর্মতলায় বাম বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, রাজ্যের পাওনা চাইতে গেলে সঙ্গে রাজ্য ও কেন্দ্রের অর্থমন্ত্রী ও অর্থ সচিবদের সঙ্গে রাখতে হয়। তা না হলে এসব বৈঠকের কোনও অর্থ হয় না। আর এসব সিএএ-এনআরসি নিয়ে উনি যত কম কথা বলেন মঙ্গল। কারণ, রাজ্যসভাতে তাঁর সব সাংসদরা সিএএ বিল পাশের সময়ে সকলে হাজির ছিলেন না। আবার প্রধানমন্ত্রীর আসার দিন সারা শহর যখন মোদি বিরোধী স্লোগানে উত্তাল, তখন তিনি আগাম অ্যাপয়েন্টমেন্ট করে বৈঠক করে এলেন। কংগ্রস নেতা মনোজ চক্রবর্তী বলেন, এটাই তৃণমূলর চরিত্র। মানুষেদ আবেগ নিয়ে এরা ছেলেখেলা করে। বারে বারেই বিজেপির সঙ্গে সমঝোতা করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছে।