দেশজুড়ে চলছে বিরোধিতা, বিক্ষোভ৷ বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পর্যন্ত তাঁর সফর বাতিল করতে বাধ্য হচ্ছেন৷
এর মধ্যেই শুক্রবার থেকে সারা দেশে CAA লাগু হয়ে গেল৷ এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিক সংশোধিত আইন, ২০১৯–এর ১ নম্বর ধারার অন্তর্গত ২ নম্বর ধারার ক্ষমতা অনুসারে কেন্দ্রীয় সরকার জানুয়ারির ১০ তারিখকে “সংশোধিত নাগরিকত্ব আইন” বলবৎ করার দিন হিসেবে নির্দিষ্ট করল। এই দিন থেকেই দেশে লাগু হয়ে গেল এই আইন।
CAA আইনের ভিত্তিতেই এই প্রথমবার ভারতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া সংখ্যালঘু অ–মুসলিমদের। ধর্মের ভিত্তিতে এভাবে নাগরিক বিভাজনের বিরোধিতায় বাংলা সহ সারা দেশ কেন্দ্রের এই আইনের বিরোধিতা করে চলেছে। লাগাতার বিক্ষোভের ফলে বিজেপি কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য, এই আবহে এভাবে তড়িঘড়ি CAA বলবৎ করা আসলে ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্র নিজেদের ভয় ঢাকারই চেষ্টা করেছে৷































































































































