মমতার কথাকেই হাতিয়ার করে প্রচারে বিজেপি

0
3

সোমবার দিল্লিতে বিরোধীদের মিলিত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না বলায় খুশি বিজেপি। মমতার কথাকেই হাতিয়ার করছে তারা। শুক্রবার সম্বিৎ পাত্র এক সাংবাদিক বৈঠকে বলেন,” দেখুন অবস্থা! মোদিজির বিরুদ্ধে কিছু দলকে একজোট করতে গেছিলেন মমতা। এখন উনি বলছেন ধর্মঘটের নামে বাম আর কংগ্রেস হামলা করেছে, বাস জ্বালিয়েছে, তাই উনি বৈঠকে যাবেন না। একে অপরের মুখোশ খুলে দিচ্ছে এইসব দলগুলো। এরাই আবার হাত মেলাতে যায়! এসবের কোনো মূল্য নেই। এরা করবে জোট?” ধর্মঘটে হিংসার ছবি ও কাগজ তুলে সম্বিৎ বলেন,” দেখুন বাম আর কংগ্রেসের কাজ। মমতা এদের এই তান্ডবের কথাই বলেছেন।”