রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক। শনিবার বিকেলে রাজভবনে। ছিলেন দলের প্রথম সারির প্রায় সকলেই। প্রাথমিকভাবে পরিচয়পর্ব সারার পর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর হাতে তাঁর নানা সময়ের কলকাতা সফরের ছবির অ্যালবাম তুলে দেন।

অন্যদিকে দলের আন্দোলন নিয়ে আলোচনাও উঠে আসে ছোট্ট বৈঠক। রাজ্য নেতারা জানান, তাঁরা এই আন্দোলন আরও বাড়াবেন। আলোচনায় সিদ্ধান্ত হয়, আগামী বিধানসভা ভোটের আগে নাগরিকত্ব আইন নিয়ে রাজ্য বিজেপি ৬০০টি সভা করবে। প্রধানমন্ত্রী জানিয়ে দেন, নিশ্চিন্ত থাকুন সিএএ, এনআরসি, এনপিআর হবেই। যারা বিরোধিতা করছে তারা সংখ্যায় কম। মানুষ আমাদের সঙ্গেই আছে। রাজ্য নেতারাও জানান, জেলার বৈঠকে দারুন সারা পাওয়া যাচ্ছে।































































































































