জেএনইউ কাণ্ড এবং তদন্ত নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। কর্তৃপক্ষের অভিযোগের তীর ছাত্র সংসদের দিকে। অভিযোগ সার্ভার নষ্ট করে দেওয়া। ‘ইন্ডিয়া টুডে’র স্টিং অপারেশনে উঠে এসেছে আরও এক গোপন তথ্য, যা বাম পড়ুয়ারা এতদিন অস্বীকার করে আসছিলেন। প্রকাশ্যে এসেছে একটি নাম। গীতা কুমারী।

কে এই গীতা কুমারী?
—————————-
আন্দোলনকারীদের অন্যতম নেত্রী। জেএনইউ সংসদের প্রাক্তন সভানেত্রী। সার্ভার রুমের বাইরে বিক্ষোভ দেখানোর সময় ৪জানুয়ারি ছিলেন গীতা। নিজের মুখেই গীতা যে বিস্ফোরক কথা জানালেন…
? সার্ভার বন্ধ আপনারা করেছিলেন?
গীতা : আমাদের ভিসি সব কিছু অন লাইনে করে। ওয়ার্নিং দেওয়া, প্রেমপত্র পাঠানো, অশ্লীল মেসেজ পাঠানো, হ্যাপি নিউ ইয়ার পাঠানো… সব কিছু। তাই আমরা সিদ্ধান্ত নিই, ভিসির অসভ্যতামি অনেক দূর এগিয়েছে। ঠিক করি সার্ভারটাই বন্ধ করে দেব। কারণ, এখন পরীক্ষা নেই, আমাদের কোনও দাবি মানা হচ্ছে না, আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করছেন না। তাই কাজকর্ম সব বন্ধ করে দিতেই এই সিদ্ধান্ত নিই।
?শুধু এটাই কারণ?
গীতা : ভিসি ফিজ বাড়িয়ে দিয়েছেন প্রায় এক হাজার গুন। পড়ার অধিকারের কথা বলতে গেলে উনি পানিশমেন্টের চিঠি পাঠান। আমি নিজেই অসংখ্য চিঠি পেয়েছি। অধিকারের জন্য লড়াই করছিলাম। নাগরিক আন্দোলনের আইন মেনেই সব চলছিল। তাহলে হামলা হবে কেন?
? প্রশ্ন, দিল্লির অপদার্থ, তাঁবেদার পুলিশ এই স্টিং অপারেশনের সূত্র ধরে কেন এখনই অভিযোগের তীর যাদের দিকে তাদের কেন জিজ্ঞাসাবাদ করছে না!