JNU গিয়ে আক্রান্ত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পর দীপিকার ‘ছপক’ বয়কটের ডাক দিয়েছে বিজেপির একাংশ৷ যেন তার জবাবেই ‘ছপক’-কে তোফা পাঠালেন দেশের দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী ৷
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপাক’-কে করমুক্ত ঘোষণা করেন। আর এর কিছুক্ষণের মধ্যে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও অনুসরণ করলেন কমল নাথকে৷
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
কমল নাথ টুইটারে লিখেছেন, “অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া এক নারীর কাহিনি নিয়ে দীপিকা পাড়ুকোনের ছবি ‘ছপাক’ মুক্তি পাচ্ছে 10 জানুয়ারি। আমি মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত ঘোষণা করছি। এই ছবি আত্মবিশ্বাস, সংগ্রাম, আশা এবং সেই দুর্ভোগের সঙ্গে বেঁচে থাকার আবেগ, সমাজে অ্যাসিড আক্রান্ত মহিলাদের সম্পর্কে একটি ইতিবাচক বার্তা প্রেরণ দেয়। এটি সমাজের চিন্তার পরিবর্তন আনার বার্তার উপর ভিত্তি করে তৈরি”।
এর একটু পরেই
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতোই ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলও এক টুইটে এই একই ঘোষণা করেন৷ তিনি লিখেছেন, “ছত্রিশগড়ে হিন্দি ছবি ‘ছপাক’-কে কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছবিতে সমাজে মহিলাদের উপর অ্যাসিড আক্রমণের মতো জঘন্য অপরাধকে চিত্রায়নের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। দর্শকের এই ছবি পরিবারের সঙ্গে দেখা উচিত”।
“অ্যাসিড অ্যাটাক” থেকে বেঁচে যাওয়া লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়েই তৈরি দীপিকার ‘ছপাক’।