ড্রোন হামলার ছক সীমান্তে?

0
1

সীমান্তে জঙ্গি পাঠিয়ে হামলার পরিবর্তে নতুন ধরনের হামলার ছক কষছে পাকিস্তান। এবার প্রি প্রোগ্রামড ড্রোনের সাহায্যে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এতে রেডিও ফ্রিকোয়েন্সি বা জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। নির্দিষ্ট টার্গেটে হামলা চালাতে পারে এই ড্রোন।

পাকিস্তান এখন হামলার ছক বদলে দিয়েছে জঙ্গিরা। আগে ৫ থেকে ৬ জন থাকতো গ্রুপে। বর্তমানে দুই থেকে তিনজন গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে। এরা ছোট ছোট গ্রুপে আলাদা হয়ে গা ঢাকা দিচ্ছে। এরপর বড় মাপের হামলার পরিকল্পনা করছে। এই জঙ্গিদের অনেকেরই আফগান যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে বলে গোয়ান্দাদের খবর।